IQNA

ভিডিও | ফাতিমাতুজ জাহরা (সা. আ.) মসজিদ; কুয়েতের মুকুট

14:33 - February 15, 2021
সংবাদ: 2612254
তেহরান (ইকনা): কুয়েতের ফাতিমাতুজ জাহরা (সা. আ.) মসজিদটি পশ্চিম এশিয়ার অন্যতম বিখ্যাত মসজিদ। মনোরম এই মসজিদটি কুয়েতের মুকুট হিসাবে খ্যাতি অর্জন করেছে।

কুয়েতের ফাতিমাতুজ জাহরা (সা. আ.) মসজিদটি পশ্চিম এশিয়ার অন্যতম সুন্দর মসজিদ। এই মসজিদটি ভারতের ঐতিহাসিক তাজমহলের আদলে নির্মাণ করা হয়েছে। আর এজন্য এই মসজিদটি কুয়েতের তাজমহল নামে পরিচিতি লাভ করেছে।

২০০৮ সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে এবং ২০১১ সালে নির্মাণ কাজ শেষ হয়েছে। মনোরম এই মসজিদে একসাথে ৪০০০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। ৩৩ মিটার উচ্চতা সম্পন্ন চারটি মিনার এবং ১৬ মিটার প্রস্ত ও ২২ মিটার উচ্চতার একটি গম্বুজ এই মসজিদের শোভা বৃদ্ধি করেছ।

এই মসজিদে ব্যবহৃত মার্বেল পাথর ইরান থেকে আমদানি করা হয়েছে এবং মার্বেল পাথরের কাজ সুক্ষ্ণ ভাবে সম্পন্ন করার জন্য ভারতীয় ও ইরানি কারিগরদের ব্যবহার করা হয়েছে। এই কাজ সম্পন্ন করতে টানা ৮ মাস সময় লেগেছে। সূক্ষ্ম

ফাতিমাতুজ জাহরা (সা. আ.) মসজিদের সাথে মহিলাদের জন্যএকটি কমিউনিটি সেন্টার এবং একটি লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। এছাড়াও এই মসজিদের জন্য ১ হাজার গাড়ি ধারণক্ষমতাসম্পন্ন এটি পার্কিং নির্মাণ করা হয়েছে। iqna

 

مسجد فاطمه الزهرا (س) و شباهت به تاج محل +فیلم

 

مسجد فاطمه الزهرا (س) و شباهت به تاج محل +فیلم

 

مسجد فاطمه الزهرا (س) و شباهت به تاج محل +فیلم

captcha